ছিয়াত্তরের মন্বন্তরের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
Solution
Correct Answer: Option A
ছিয়াত্তরের মন্বন্তর :
- কারণ : পঙ্গপাল ও পোকার আক্রমণে ফসল নষ্ট, রাজস্ব নীতি
- সময় : ১৭৭০ সাল (বাংলা ১১৭৬ সাল)
- মৃত্যু : প্রায় ১ কোটি মানুষ (বাংলার এক তৃতীয়াংশ মানুষ মারা যায়)
- দুর্ভিক্ষের সময় দিল্লির সম্রাট ছিলেন : শাহ্ আলম
- গ্রন্থ : জন ফিক্সের ‘The Unseen World'