দুদু মিয়ার আসল নাম কি?

A হাজী শরীয়তুল্লাহ

B তিতুমীর

C গোলাম মাসুম

D পীর মুহসীনউদ্দীন আহমদ

Solution

Correct Answer: Option D

- দুদু মিয়ার আসল নাম ছিল পীর মুহসীনউদ্দীন আহমদ
- দুদু মিয়া (১৮১৯-১৮৬২) ছিলেন ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং হাজী শরীয়তুল্লাহর পুত্র।
- তাঁর প্রকৃত নাম মুহসীনউদ্দীন আহমদ।
- দুদু মিয়া ছিলেন ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামের পথপ্রদর্শক, যিনি বাংলার নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনসমর্থন পান।
- তিনি মক্কায় প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এবং ১৮৪০ সালে বাবার মৃত্যুর পর ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন।
- জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী-এ উক্তি দুদু মিয়ার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions