Solution
Correct Answer: Option B
'গোরা' (১৯১০) রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ উপন্যাস। প্রবাসী পত্রিকায় ১৯০৮ থেকে ১৯১০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- গোরা, পরেশবাবু, বিনয়, ললিতা, সুচরিতা, আনন্দময়ী, কৃষ্ণদয়াল ইত্যাদি।
এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাস- চোখের বালি, যোগাযোগ, চতুরঙ্গ, ঘরে বাইরে, মালঞ্চ, শেষের কবিতা ইত্যাদি।