স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়-কার লেখা?
A রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
B তারাশংক বন্দোপাধ্যায়
C শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D মধুসূদন দত্ত
Solution
Correct Answer: Option A
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পদ্মিনী-উপাখ্যান লিখেন ১৮৫৮ সালে। তিনি এই কাব্যের কাহিনী আহরন করেন টডের রাজস্থান-কাহিণী নামক বই থেকে। এই কাব্যেই আছে সেই বিখ্যাত লাইন - ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?’।