প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত 'গতকল্য' শব্দটির পরোক্ষ উক্তিতে কি পরিবর্তন হবে?

A আগের দিন

B পূর্ব দিন

C ওই দিন

D সেই দিন

Solution

Correct Answer: Option B

কোনো কথকের বাককর্মের নামই উক্তি। উক্তি দুই প্রকার। যথা: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরোক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সংঘটিত হয়। যেমনঃ
গত কাল - আগের দিন
গত কাল্য- পূর্ব দিন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions