’বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন।’ একে কোন বাচ্য বলে?
Solution
Correct Answer: Option D
বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।
বাচ্য প্রধানত তিন প্রকার। যথা: কর্তৃবাচ্য, কর্মবাচ্য ও
ভাববাচ্য। যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে
প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে। যেমন: বিদ্বান সকলের
দ্বারা সমাদৃত হন। আমার ভাত খাওয়া হয়েছে। শিকারী
কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে।