Solution
Correct Answer: Option D
- মুঘল আমলে প্রদেশকে "সুবাহ" বলা হতো।
- রাজ্যের প্রতিটি প্রদেশ বা বিভাগকে সুবাহ বলা হতো এবং তার প্রধান শাসককে সুবাদার বলা হতো।
- সম্রাট আকবর ১৫৭৯-৮০ সালে মুঘল সাম্রাজ্যকে বিভিন্ন সুবাহতে ভাগ করেন, যার মধ্যে বাংলা ছিল একটি সুবাহ।