নিচের কোন মহাদেশে সর্বাধিক সংখ্যক স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে?
Solution
Correct Answer: Option C
- আফ্রিকা মহাদেশে দ্বীপ দেশগুলি সহ সর্বাধিক স্বাধীন দেশ রয়েছে।
- আফ্রিকার 53টি দেশ রয়েছে যার পরে এশিয়া রয়েছে 48টি, ইউরোপের 44টি, উত্তর আমেরিকায় 23টি দেশ রয়েছে, ওশেনিয়ায় 14টি দেশ রয়েছে এবং দক্ষিণ আমেরিকায় 12টি দেশ রয়েছে।