বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
Solution
Correct Answer: Option D
• বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় ১৮৭২ সালে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
• কয়েকটি উল্লেখযোগ্য পত্রিকা এবং তাদের সম্পাদকের নাম নিম্নরূপ-
- দৈনিক খাদেম ১৯১০ মোহাম্মদ আকরাম খাঁ
- সাপ্তাহিক মোহাম্মদী ১৯১০ মোহাম্মদ আকরাম খাঁ
- আর্য দর্শন ১২৮১ বঙ্গাব্দ যোগেন্দ্রনাথ বিদ্যাভুষন
- মোসলেম ভারত ১৯২০ মোজাম্মেল হক
- ধূমকেতু ১৯২২ কাজী নজরুল ইসলাম
- ভারতবর্ষ ১৯১৩ জলধর সেন ও অমূল্যচরন বিদ্যাভূষণ