বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন?
A ৬২
B ৬৫
C ৬৭
D ৬৯
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
সংবিধান প্রণয়ন কালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর। ১৯৭৮ সালে সংবিধান সংশোধন করে বিচারপতিদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা হয় এবং বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ-৯৬ অনুযায়ী সুপ্রিমকোর্টের বিচারপতিদের চাকরির বয়সসীমা ৬৭ বছর করা হয়েছে।