তিন বছর পূর্বে বাবার বয়স তার ছেলের থেকে ২৪ বছর বেশি ছিল। বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের ৫ গুণ হলে, এখন থেকে তিন বছর পর ছেলের বয়স কত বছর হবে?

A

B

C

D ১২

E ২৭

Solution

Correct Answer: Option C

ধরি,
বর্তমানে ছেলের বয়স = x বছর
⇒ তাহলে বাবার বয়স = 5x বছর (প্রশ্ন অনুযায়ী)

তিন বছর আগে:
ছেলের বয়স = x - 3
বাবার বয়স = 5x - 3

প্রশ্ন অনুযায়ী:
তিন বছর আগে বাবার বয়স ছিল ছেলের থেকে ২৪ বছর বেশি
⇒ (5x - 3) = (x - 3) + ২৪
⇒ 5x - 3 = x + 21
⇒ 5x - x = 21 + 3
⇒ 4x = 24
⇒ x = 6

ছেলের বর্তমান বয়স = 6 বছর
তাহলে, ৩ বছর পর ছেলের বয়স = 6 + 3 = 9 বছর

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions