Solution
Correct Answer: Option D
- ই-কমার্স (E-Commerce) বা ইলেকট্রনিক কমার্স হলো এমন একটি ব্যবস্থা, যেখানে ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও সেবা কেনা-বেচা করা হয়। এটি আধুনিক বাণিজ্যের অন্যতম মাধ্যম।
- উদাহরণ: Daraz, Amazon, Evaly, AliExpress ইত্যাদি।
- ই-পুজি, ই-ট্রেড, ই-ক্রেডিট — এ শব্দগুলো প্রশ্ন অনুযায়ী সঠিক নয়।