LED এর পূর্ণরূপ কোনটি?

A Light-emitting Device

B Light-emitting Diode

C Light-electronic Diode

D Light-emitting Director.

Solution

Correct Answer: Option B

- LED এর পূর্ণরূপ Light Emitting Diode বা আলোক নিঃসারক ডায়োড।
- এটি একটি সম্মুখ ঝোঁকবিশিষ্ট p-n জাংশন ডায়োড।
- p-n সংযোগের n অঞ্চল হতে ইলেকট্রন প্রবাহিত হয়ে p অংশে যায় এবং P অঞ্চলের হোলের সাথে সংযোজন ঘটে।
- সংযোজিত হবার পর উৎপন্ন নিরপেক্ষ অণু বা পরমাণু কিছুটা উত্তেজিত অবস্থায় আলো বা তাপশক্তি নিঃসরণ করে।
- নিঃসৃত আলোর বর্ণ অর্ধপরিবাহী উপাদানের উপর নির্ভর করে।
- ইলেকট্রনের গতিশক্তি আলোক শক্তি হিসেবে নিঃসৃত হয় বলে এদেরকে আলোক নিঃসারক ডায়োড প্রস্তুতে ব্যবহার করা হয়।
- আলোক তন্তু প্রেরক, ইন্ডিকেটর বাতি, ডিজিটাল ইলেকট্রনিক্সে LED ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions