ভেজাল TSP সার চেনার উপায় কি?
A পানিতে মেশালে ঘোলা দ্রবণ হয়
B পানিতে মেশালে ডাবের পানির মতো পরিষ্কার দ্রবণ তৈরী হয়
C পানিতে মেশালে লাল রংয়ের দ্রবণ তৈরী হয়
D কোনটাই নয়
Solution
Correct Answer: Option A
ভেজাল TSP (Triple Super Phosphate) সার চেনার জন্য সাধারণত পানিতে দ্রবণীয়তার বৈশিষ্ট্য লক্ষ্য করা হয়। TSP সার স্বাভাবিক অবস্থায় পানিতে মিশালে পরিষ্কার ও স্বচ্ছ দ্রবণ তৈরি করে। তবে ভেজাল TSP এর ক্ষেত্রে অন্য ধরনের সংমিশ্রণ থাকায় পানিতে মেশালে ঘোলা বা অস্বচ্ছ দ্রবণ তৈরি হয়।
- TSP সার যখন নিখুঁত থাকে, তখন তা পানিতে মিশালে পরিষ্কার, ডাবের পানির মত স্বচ্ছ দ্রবণ তৈরি করে।
- ভেজাল TSP সার পানিতে মেশালে ভিন্ন পদার্থ থাকার কারণে দ্রবণটি ঘোলা ও মেঘলা হয়।
- মিশ্রণে লাল রঙ উৎপন্ন হওয়া সাধারণ TSP সারের বৈশিষ্ট্য নয়, তাই এটি ভেজাল নির্ণয়ের পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্য নয়।
- অতএব, পানিতে মেশালে ঘোলা দ্রবণ হওয়া ভেজাল TSP সার চেনার অন্যতম সহজ এবং কার্যকর উপায়।
সুতরাং, যেসব TSP সার পানিতে মেশালে দ্রবণটি ঘোলা হয়, তা ভেজাল হওয়ার সম্ভাবনা বেশি। বিষয়ে সতর্ক থাকতে এবং বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়াই উত্তম।