"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়"- চরণটি কার?

A ঈশ্বরচন্দ্র গুপ্ত

B হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

C রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

D নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়

Solution

Correct Answer: Option C

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মিনী উপাখ্যান' নামক এক আখ্যায়িকা কাব্যগ্রন্থের অন্তর্গত 'স্বাধিনতা' কবিতা।
- এ কবিতার বিখ্যাত পঙক্তি - “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?
দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়?”
- এটি প্রকাশিত হয় ১৮৫৮ সালে।
- তিনি কাব্যের কাহিনী আরোহন করেছেন টডের রাজস্থান কাহিনী নামক বই থেকে।
- তিনি ১৮৭২ সালে কালিদাসের সংস্কৃত কুমারসম্ভব ও ঋতুসংহারের পদ্যানুবাদ করেছিলেন। একই বছরে প্রকাশিত নীতিকুসুমাঞ্জলি তার অপর পুস্তিকা, যা সংস্কৃত নীতি ও তত্ত্বমূলক কবিতার অনুবাদ।
-  রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 'উৎকল দর্পণ' নামে উড়িয়া ভাষায়ও একটি সংবাদপত্র প্রকাশ করেন।

কবির উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থগুলো হলো:
- পদ্মিনী উপাখ্যান (১৮৫৮)
- কর্মদেবী(১৮৬২)
- হোমারের কাব্যের অনুবাদ।
- নীতি কুসুমাঞ্জলি (১৮৭২)
- শূরসুন্দরী(১৮৬৮)
- কাঞ্চীকাবেরী(১৮৭৯)
- ভেক-মূষিকের যুদ্ধ(১৮৫৮),

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions