প্রত্যায়িত বীজ কোন রংয়ের ট্যাগ দেখে চিহ্নিত করা হয়?
A সাদা রং
B সবুজ রং
C নীল রং
D লাল রং
Solution
Correct Answer: Option C
বীজ বিধি ১৯৯৮ এর ৯ ধারা অনুযায়ী বীজের মানের উপর ভিত্তি করে বাংলাদেশে বর্তমানের চার ধরনের বীজ বিদ্যমান আছে ।
- মৌল বীজ চেনার জন্য বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক 'সবুজ রঙের প্রত্যয়ন ট্যাগ' সংযুক্ত করে দেওয়া হয়
- ভিত্তি বীজ চেনার জন্য বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক 'সাদা রঙের প্রত্যয়ন ট্যাগ সংযুক্ত করে দেওয়া হয় ।
- প্রত্যায়িত বীজ চেনার জন্য বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক 'নীল রঙের প্রত্যয়ন ট্যাগ 'সংযুক্ত করে দেওয়া হয় ।
- মান ঘোষিত বীজ চেনার জন্য বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক 'হলুদ রঙের প্রত্যয়ন ট্যাগ ' সংযুক্ত করে দেওয়া হয় ।