একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত ?
Solution
Correct Answer: Option D
একটি মুদ্রা (fair coin) নিক্ষেপ করলে হেড (H) বা টেল (T) আসার সম্ভাবনা প্রত্যেকটির জন্যই ১/২। এখন মুদ্রাটি দুইবার নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল ৪টি হয়:
- প্রথমবার H, দ্বিতীয়বার H (HH)
- প্রথমবার H, দ্বিতীয়বার T (HT)
- প্রথমবার T, দ্বিতীয়বার H (TH)
- প্রথমবার T, দ্বিতীয়বার T (TT)
এই চারটি ফলাফলের মধ্যে উভয়বার H আসার একটি মাত্র ফলাফল (HH)। তাই সম্ভাবনা = ১/৪।