বাংলাদেশের গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় কতটি বেসিনে-
Solution
Correct Answer: Option A
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ: প্রাকৃতিক গ্যাস
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান: মিথেন (CH4) (৮০-৯০%]
বাংলাদেশে গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়- ২টি বেসিনে (বেঙ্গল ও সুরমা বেসিন)
বেঙ্গল বেসিন
অবস্থান: যমুনা ও পদ্মা নদীর পশ্চিম, পশ্চিম-দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চল
বেঙ্গল বেসিনে মোট গ্যাসক্ষেত্র: ২টি
(1)শাহবাজপুর, ভোলা ও (২) ভেদুরিয়া, ভোলা
বেঙ্গল বেসিনের ভূতাত্ত্বিক নাম: স্টেটি-গ্রাফিক স্ট্রাকচার
সুরমা বেসিন
অবস্থান: যমুনা ও পদ্মা নদীর পূর্বাঞ্চল ও দেশের পূর্বাঞ্চল বিশেষকরে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ
সুরমা বেসিনে মোট গ্যাসক্ষেত্র: ২৫টিসুরমা বেসিনের
ভূতাত্ত্বিক নাম: অ্যান্টি-ক্লেইন স্ট্রাকচার