Correct Answer: Option B
পরস্পর একজাতীয় ক্রিয়াকরণ বোঝালে যে বহুব্রীহি সমাস হয় তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। এই সমাসে পূর্বপদ আ-কারান্ত ও পরপদ ই-কারান্ত হয়। যেমন: লাঠিতে লাঠিতে যে যুদ্ধ= লাঠালাঠি; পরস্পর গালি বর্ষণ করে যুদ্ধ = গালাগালি; হেসে হেসে যে আলাপ = হাসাহাসি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions