Solution
Correct Answer: Option C
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘চতুর্দশ কবিতাবলি
এর অন্তর্ভুক্ত কবিতা ‘কপোতাক্ষ নদ'। কবিতাটি অক্ষরবৃত্ত
ছন্দে অষ্টক ও ষটকে বিভক্ত। এ কবিতায় দেশের প্রতি
কবির ভীষণ অনুরাগ প্রকাশ পেয়েছে। কবিতাটির বিখ্যাত
পঙক্তি- ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে। / সতত
তোমার কথা ভাবি এ বিরলে।