Solution
Correct Answer: Option A
বাংলা বর্ণমালা
স্বরবর্ণ: ১১টি
ব্যঞ্জনবর্ণ: ৩৯টি
মোট বর্ণ: ৫০টি (স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জনবর্ণ ৩৯টি)
ধ্বনি শ্রেণী
মৌলিক স্বরধ্বনি: ৭টি
যৌগিক স্বরধ্বনি: ২৫টি
হ্রস্ব স্বরধ্বনি: ৪টি
দীর্ঘ স্বরধ্বনি: ৭টি
মাত্রা অনুসারে বর্ণ বিভাজন
মাত্রাহীন বর্ণ: ১০টি (স্বরবর্ণ ৪টি + ব্যঞ্জনবর্ণ ৬টি)
অর্ধমাত্রাযুক্ত বর্ণ: ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জনবর্ণ ৭টি)
পূর্ণমাত্রাযুক্ত বর্ণ: ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জনবর্ণ ২৬টি)
অন্যান্য শ্রেণী
কার: ১০টি (অ ছাড়া)
ফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ: ৫টি (ম, ন, ব, য, র)
স্পর্শবর্ণ: ২৫টি (ক থেকে ম পর্যন্ত)
ধ্বনি অনুযায়ী শ্রেণী
কন্ঠ্য ধ্বনি: ৫টি (ক, খ, গ, ঘ, ঙ)
তালব্য ধ্বনি: ৮টি (চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য়)
মূর্ধন্য ধ্বনি: ৯টি (ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ়)
দন্ত্য ধ্বনি: ৭টি (ত, থ, দ, ধ, ন, স, ল)
ওষ্ঠ্য ধ্বনি: ৫টি (প, ফ, ব, ভ, ম)
ঘোষ ও অঘোষ ধ্বনি
অঘোষ ধ্বনি: ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
ঘোষ ধ্বনি: ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
প্রান এবং নাসিক্য ধ্বনি
অল্পপ্রাণ ধ্বনি: ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
মহাপ্রাণ ধ্বনি: ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
নাসিক্য ধ্বনি: ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ঁ, ঞ)
উষ্ম ও অন্তঃস্থ ধ্বনি
উষ্ম ধ্বনি: ৪টি (শ, ষ, স, হ)
অন্তঃস্থ ধ্বনি: ৪টি (য, ব, র, ল)
পার্শ্বিক ধ্বনি: ১টি (ল)
কম্পনজাত ধ্বনি: ১টি (র)
তাড়নজাত ধ্বনি: ২টি (ড়, ঢ়)