কোনটি 'কোলন'? 

A   ; 

B  ঃ 

C   = 

D    : 

Solution

Correct Answer: Option D

বিসর্গ (ঃ ) ব্যবহার : বিসর্গ একটি বাংলা বর্ণ; এটি কোনো চিহ্ন নয়। বর্ণ হিসেবে ব্যবহার করতে হবে। পদমধ্যস্থে বিসর্গ ব্যবহার হবে। যেমন: অতঃপর, দুঃখ, অন্তঃস্থল, স্বতঃস্ফূর্ত ইত্যাদি। 
- পূর্ণ শব্দের শেষে বিসর্গ ব্যবহার হবে না । যেমন: ধর্মত, কার্যত, ন্যায়ত, করত, বস্তুত, ক্রমশ, প্রায়শ ইত্যাদি।
- অর্ধ শব্দকে পূর্ণতা দানে অর্থাৎ পূর্ণ শব্দকে সংক্ষিপ্ত রূপে প্রকাশে বিসর্গ ব্যবহার করা যেতে পারে। যেমন: মোহাম্মদ>মোঃ, মোসাম্মত>মোসাঃ, ডাক্তার>ডাঃ ইত্যাদি।
- বর্তমানে এ ধরনের শব্দের বানানে ডট ব্যবহার করা হচ্ছে। যেমন: যেমন: মোহাম্মদ>মো., মোসাম্মত>মোসা., ডাক্তার>ডা. ইত্যাদি। [] 

কোলন ( : ) ব্যবহার : পূর্ণ শব্দে শেষে, গাণিতিক ক্ষেত্রে এবং ব্যাখ্যামূলক শব্দে কোলন ব্যবহার হয়। যেমন: নাম: রেজা, থানা: লাকসাম, জেলা: কুমিল্লা, ১:৯ ইত্যাদি।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions