কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা।

A 1.50

B 3.00

C 2.50

D 4.00

Solution

Correct Answer: Option A

২০% কমে কলার পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য=১০০-২০=৮০ টাকা
অর্থাৎ বর্তমান মূল্য ৮০ টাকা হলে পূর্বমূল্য=১০০ টাকা
বর্তমানে মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য=১০০/৮০ টাকা 
বর্তমান মূল্য ১২ টাকা হলে পূর্বমূল্য =(১০০ × ১২)/৮০=১৫ টাকা
যেহেতু ২০% কমে যাওয়ায় বর্তমানে পূর্ব অপেক্ষা কলা বেশি পাওয়া যায়, সেহেতু ২ টি কলার বর্তমান মূল্য=১৫-১২=৩ টাকা
∴ ১ টি কলার বর্তমান মূল্য=৩/২=১.৫০ টাকা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions