ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
Solution
Correct Answer: Option B
ক্রিয়ার মূল কিংবা এর যে অবিভাজ্য অংশ এর অন্তর্নিহিত মূল ভাবটির দ্যোতনা (দ্যোতনা=সূচনা, প্রকাশনা) করে, অথবা বিশ্লেষণ করা যায় না এ রকম যে ক্ষুদ্রতম ধ্বনি-সমষ্টি ক্রিয়ার বস্তু বা গুণ বা অবস্থান বুঝায় তাকে ধাতু বলে।
যেমন- ‘করা’ ক্রিয়ার মূল ‘কর্’ একটি ধাতু।
ধাতু প্রধানত তিন প্রকার।
- মৌলিক বা সিদ্ধ ধাতু
- সাধিত ধাতু
- সংযোগমূলক বা যৌগিক ধাতু