Solution
Correct Answer: Option D
‘দ্য গড মাস্ট বি ক্রেজি’ নামের এই জনপ্রিয় মুভিটি যারা দেখেছেন তারা খুব সহজেই চিনতে পারবেন বুশম্যানদেরকে। আফ্রিকার দুর্গম কালাহারি মরুভূমিতে বসবাস করা এই জাতি সম্পর্কে অনেক বৈচিত্রময় আর আকর্ষণীয় দিক তুলে ধরা হয়েছে এই সিনেমায়।
বুশম্যানদের স্যান পিপল, স্যান, বাসারা, কাং, খোয়ে ইত্যাদি নামেও ডাকা হয়ে থাকে। আফ্রিকার দক্ষিণাঞ্চলে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, লেসোথো, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, বতসোয়ানা, নামিবিয়া এবং অ্যাঙ্গোলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জনগোষ্ঠী বসবাস করে। তবে এরা সাধারণত ছোট ছোট দলে বাস করে। একটি দলে একটি বা কয়েকটি পরিবার থাকতে পারে।