ড় ও ঢ় এর ক্ষেত্রে অশুদ্ধ কোনটি?

A উচ্চারণ স্থান অভিন্ন

B দুটিই মূর্ধণ্য

C উচ্চারণ প্রক্রিয়া একই রকম

D উওভায়েই মহাপ্রাণ

Solution

Correct Answer: Option D

ড় ও ঢ় এর ক্ষেত্রেঃ
-উচ্চারণ স্থান অভিন্ন,
-দুটিই মূর্ধণ্য,
-উচ্চারণ প্রক্রিয়া একই রকম ,
-তাড়িত ঘোষধ্বনি,
-ড় অল্পপ্রাণ, ঢ় মহাপ্রণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions