-খাসিয়ারা সিলেট অঞ্চলের উপজাতি। খাসিয়া মাতৃপ্রধান উপজাতি। সিলেট জেলার সীমান্তবর্তী জয়ন্তিকা পাহাড়ে এদের অবস্থান।
-বাংলাদেশে মোট উপজাতি- ৫০টি
-মোট উপজাতিদের সংখ্যা- প্রায় ১৪ লক্ষ
-উপজাতিরা দেশের জনসংখ্যার- প্রায় ১.০৮%
-বাংলাদেশে উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা- চাকমাদের
-বাংলাদেশে উপজাতিদের মধ্যে জনসংখ্যায় দ্বিতীয়- সাঁওতাল
-মুসলমান উপজাতি- পাঙন ও লাউয়া
-মাতৃতান্ত্রিক উপজাতি- গারো, খাসিয়া ও সাঁওতাল
-পিতৃতান্ত্রিক উপজাতি- মারমা ও হাজং