বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় কবে?
A ১৯৭৭
B ১৯৮০
C ২০০৮
D ২০১৭
Solution
Correct Answer: Option A
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট ৫টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
এগুলো হলো:
- প্রথম কৃষিশুমারি : ১৯৭৭ সালে
- দ্বিতীয় কৃষিশুমারি : ১৯৮৩-৮৪ সালে
- তৃতীয় কৃষিশুমারি : ১৯৯৬ সালে
- চতুর্থ কৃষিশুমারি : ২০০৮ সালে
- পঞ্চম কৃষিশুমারি : ২০১৯ সালে।