একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাটিকে ৯ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত হবে?
Solution
Correct Answer: Option C
ধরি,
ভাগফল সর্বনিম্ন ১
তাহলে,
সংখ্যাটি = (৪৫ × ১) + ২৩
= ৬৮
এখন,
৯ ) ৬৮ ( ৭
৬৩
_________________
৫
∴ নির্ণেয় ভাগশেষ = ৫