'Adam's Apple' -এর বাংলা পরিভাষা- 

A  কণ্ঠধ্বনি 

B  কন্ঠমনি 

C  আদমের আপেল 

D  নিষিদ্ধ ফল 

Solution

Correct Answer: Option B

সঠিক উত্তর হল B) কন্ঠমনি
- 'Adam's Apple' এর বাংলা পরিভাষা হল কন্ঠমনি। এটি মানুষের গলায় অবস্থিত একটি উঁচু অংশ যা বিশেষত পুরুষদের ক্ষেত্রে বেশি স্পষ্ট দেখা যায়।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- এটি থাইরয়েড কার্টিলেজের সামনের অংশ
- পুরুষদের হরমোনের কারণে এটি বয়ঃসন্ধিকালে বেশি বড় হয়
- এর মাধ্যমে কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ হয়
- চিকিৎসা বিজ্ঞানে এটিকে 'laryngeal prominence' বলা হয়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions