গম চাষের জন্য উপযোগী তাপমাত্রা কত ডিগ্রী সে
Solution
Correct Answer: Option B
গম নাতিশীতোষ্ণ আবহাওয়ার ফসল। এটি মাঝারি তাপমাত্রা ও কম আর্দ্র থেকে মৃদু শুষ্ক অবস্থায় ভালো জন্মে। নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালে এবং মাঝারি উষ্ণ অঞ্চলে শীতকালে এর চাষ হয়। অংকুরোদ্গম, অঙ্গজ বৃদ্ধি ও বিকাশের জন্য দৈনিক গড় তাপমাত্রা ১৬°-২২° ডিগ্রি সেলসিয়াস উত্তম ,৩৫ ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রা ক্ষতিকর।