তীর-ধনুকের বহুল ব্যবহার দেখা যায় যে উপজাতি মধ্যে-

A সাওতাল

B মনিপুরা

C চাকমা

D মারমা

Solution

Correct Answer: Option A

-তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
-সাঁওতাল সমাজে চার ধরনের বিয়ে প্রচলিত আছে।
-সাঁওতালির উপভাষাগুলি হলঃ কামারি, কারমালি (খোলে), লোহারি, মাহালি, মাঞ্ঝি, পাহাড়িয়া।
-জীবন-জীবিকার তাগিদে সাঁওতালদের প্রধান পেশা ছিল বণ্যপ্রাণী শিকার। হাতে তীর-ধনুক নিয়ে গ্রাম ঘুরে ঝোপ-জঙ্গল থেকে শিকার করতেন বণ্যপ্রাণী। কিন্তু কালের পরিবর্তনে সাঁওতালদের এখন পেশাও পরিবর্তন হয়েছে। তবে তাদের প্রত্যেকের এখনো রয়েছে তীর-ধনুক। বর্তমানে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে জানমাল রক্ষায় সাঁওতালদের একমাত্র সম্বল তীর-ধনুক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions