DGFI(ডিজিএফআই) এর প্রতিষ্ঠাতা কে?
A বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
B মেজর জিয়াউর রহমান
C মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ
D এস এম শফিউদ্দিন আহমেদ
Solution
Correct Answer: Option A
DGFI(ডিজিএফআই) হল বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা।
- এর কাজ NSI ও SB এর সাথে বাংলাদেশের অভ্যন্তরীন গোয়েন্দা কার্যক্রম চালাতে ভুমিকা রাখা। এটি বাংলাদেশের অন্যতম সক্রিয় গোয়েন্দা সংস্থা।
- এর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, ১৯৭১ সালে।
- এর প্রধান কার্যলয় ঢাকা সেনানিবাস।
- NIS হল বাংলাদেশ সরকারের প্রধান জাতীয় ও আন্তজার্তিক গোয়েন্দা সংস্থা।
- SB বা Special Branch হল বাংলাদেশ পুলিশের প্রধান গোয়েন্দা সংস্থা।
- DB হল বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা সংস্থা।