প্রত্নতত্ত্ববিদগণ প্রাক্-ঐতিহাসিক যুগকে কতটি ভাগে ভাগ করেছেন?
Solution
Correct Answer: Option B
প্রত্নতত্ত্ববিদগণ প্রাক্-ঐতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করেছেন। এই তিনটি যুগ হল-
১.পুরাপ্রস্তর বা প্রাচীন প্রস্তর বা প্রত্নাশ্মীয় যুগ (Palaeolithic Age),
২. মধ্য প্রস্তর বা মধ্যাশ্মীয় বা ক্ষুদ্রাশ্মীয় যুগ (Mesolithic Age),
৩. নব্য প্রস্তর বা নবাশ্মীয় যুগ (Neolithic Age)।