সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায় ?

A লামার মইভার পর্বত থেকে

B মিজোরামের লুসাই পাহাড় থেকে

C আরাকান পাহাড় থেকে

D মানস সরোবর থেকে

Solution

Correct Answer: Option C

- সাঙ্গু নদী বান্দরবান জেলার প্রধানতম নদী।
- বান্দরবান জেলা শহরও এ নদীর তীরে অবস্থিত।
- এ জেলার জীবন–জীবিকার সাথে সাঙ্গু নদী ওতপ্রোতভাবে জড়িত।
- বান্দরবানের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এ নদী একটি অন্যতম মাধ্যম।
- উত্তর আরাকান পাহাড়ের ২১১৩ উত্তর ও ৯২৩৭ পূর্ব দ্রাঘিমাংশে নদীটির উৎপত্তি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions