" মাজদার হোসেন বনাম বাংলাদেশ ' বলতে কি বোঝায় ?
A যুদ্ধপরাধীর মামলা
B নির্বাচন বাতিল সংক্রান্ত মামলা
C বিচার বিভাগ পৃথকরনের মামলা
D ত্বত্তাবধক সরকার বিলুপ্তি মামলা
Solution
Correct Answer: Option C
- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ করা হয় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর।
-মাজদার হোসেন মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রদত্ত রায়ের মাধ্যমে (৫২ ডিএল আর ২০০০)।
- এ রায়ে ঘোষণা করা হয় যে, অধস্তন আদালতের বিচারকদের বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিচার) সদস্য হিসেবে গণ্য না করে এদের একটি পৃথক সার্ভিস হিসেবে গণ্য করতে হবে এবং বিচারিক ম্যাজিস্ট্রেটদেরও প্রশাসনিক ক্যাডার থেকে পৃথক করতে হবে।