বন্যার পানি প্রবাহ মাপার বাহাদুরাবাদ পয়েন্ট কোন জেলায় অবস্থিত?
A গাইবান্ধা
B কুড়িগ্রাম
C সিরাজগঞ্জ
D জামালপুর
Solution
Correct Answer: Option D
-কারেন্টমিটার যন্ত্রের সাহায্যে নদীর স্রোত পরিমাপ করা হয়।
-নদীর জলপ্রবাহ মাপার একক হল কিউসেক।
-প্রতি সেকেন্ডে এক কিউবিক ফুট জলের প্রবাহ ৷
মানে হল প্রতি সেকেন্ডে ২৮.৩২লিটার জলের প্রবাহ