Solution
Correct Answer: Option B
ঠিকমতো উপমা অলংকার ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে। 'শোকসাগরে সে কাতর হয়ে গেল -এক্ষেত্রে
উপমার ভুল প্রয়োগ ঘটেছে। সাগরে কিছু পড়লে নিমজ্জিত হয়, ভেসে বেড়ায় না।
এক্ষেত্রে বাক্যটি হওয়া উচিত ছিল 'শোকসাগরে সে নিমজ্জিত হলো'।