ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন?

A খাজা হাবিবুল্লাহ

B খাজা নাজিমুদ্দিন

C খাজা আব্দুল গণি

D খাজা আতিকুল্লাহ

Solution

Correct Answer: Option A

- খাজা হাবিবুল্লাহ বাহাদুর ছিলেন ঢাকার পঞ্চম এবং শেষ নবাব।
- তিনি ২৬এপ্রিল, ১৮৯৫ সালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতাছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর।
- নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুরের শাসনামলেই ঢাকার নবাবপরিবারের সম্পদ ও জৌলুশ কমতে থাকে।
- ১৯৫২ সালে ইস্ট পাকিস্তান এস্টেটঅ্যাকিউজিশন অ্যাক্ট দ্বারা যা চূড়ান্তভাবে বর্জন করতে হয়।
- ২১শে নভেম্বর ১৯৫৮ তারিখে নবাব হাবিবুল্লাহ মৃত্যুবরণ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions