তৎসম পুরুষবাচক শব্দের ক্ষেত্রে নারীবাচক করার সময় কোন প্রত্যয় ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option A
তৎসম পুরুষবাচক শব্দের ক্ষেত্রে নারীবাচক করার সময় সংস্কৃত প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন- আ, -ঈ, -আনী, -নী, -ইকা ইত্যাদি। উদাহরণ- অনাথ > অনাথা, সুন্দর > সুন্দরী, সেবক > সেবিকা ইত্যাদি।