Solution
Correct Answer: Option B
-গঙ্গা অববাহিকা হলো গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকার একটি অংশ যা তিব্বত, নেপাল, ভারত এবং বাংলাদেশের ১,০৮৬,০০০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত।
-উত্তরে, হিমালয় বা নিম্ন সমান্তরাল এলাকাগুলি গঙ্গা-ব্রহ্মপুত্র বিভাজন তৈরি করে।
-পশ্চিমে রয়েছে গঙ্গা অববাহিকার সীমানা সিন্ধু নদ এবং তারপর আরাবল্লী পর্বতশ্রেণী।