পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ বিরোধী চুক্তি (NPT) কখন স্বাক্ষরিত হয়?

A ১৯৬৩ সালে

B ১৯৬৭ সালে

C ১৯৬৮ সালে

D ১৯৭০ সালে। 

Solution

Correct Answer: Option C

NPT -Treaty on the Non-Proliferation of Nuclear Weapons বা পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি পারমাণবিক অস্ত্রের প্রসার রোধের উদ্দেশ্যে একটি চুক্তিপত্র। ১৯৬৮ সালের ১ জুলাই এই চুক্তির সাক্ষরসূচনা। এই চুক্তিতে সাক্ষরকারী রাষ্ট্রপক্ষের সংখ্যা ১৮৯। তার মধ্যে পাঁচটি রাষ্ট্র পরমাণু শক্তিধর: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও গণচীন.
- এটি ১৯৭০ সালের ৫ মার্চ কার্যকর হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১ ।
- বাংলাদেশ NPT চুক্তিতে স্বাক্ষর করে ১৯৭৯ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions