গ্রীন পিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?

A নেদারল্যান্ডস

B পোলান্ড

C ফিনল্যান্ড

D নিউজিল্যান্ড

Solution

Correct Answer: Option A

- গ্রিনপিস নেদারল্যান্ডসভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়। পরবর্তীতে ১৯৭১ সালে এই কমিটির নামকরণ করা হয় গ্রিনপিস।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত। সংস্থাটি বর্তমানে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কাজ করছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions