কোনো স্থানের জলবায়ু বলতে কি বোঝায়?
A কয়েক দিনের আবহাওয়ার গড়
B কয়েক মাসের আবহাওয়ার গড়
C কয়েক সপ্তাহের আবহাওয়ার গড়
D কয়েক বছরের আবহাওয়ার গড়
Solution
Correct Answer: Option D
-জলবায়ু (climate) :কোনো নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের, সাধারণত ৩০-৩৫ বছরের আবহাওয়ার বিভিন্ন অবস্থার গড় পরিবর্তনের হিসাবকে জলবায়ু বলে। সাধারণত বৃহৎ এলাকাজুড়ে জলবায়ু নির্ণীত হয়ে থাকে।