বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন

A শাহ ওলি উল্লাহ

B পীর মুহসিন উদ্দীন

C হাজী শরীয়তউল্লাহ

D ফকির মজনু শাহ

Solution

Correct Answer: Option C

• উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলনের সূত্রপাত করেন।
• এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিলো বৃহত্তর ফরিদপুর অঞ্চল।
• ১৮৪০ সালে হাজী শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেনা।
• ফরায়েজি আন্দোলন ছিলো একটি ধর্মীয়-সামাজিক সংস্কারমূলক আন্দোলন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions