‘হৃ, রূ’ এদের বিশ্লিষ্ট রূপ-

A হ্ + ঋ, র্ + উ

B হ +ঋ, র + ঋ

C হ + উ, র + হ

D হ + উ, র + উ

Solution

Correct Answer: Option A

কতিপয় সংযুক্ত ব্যঞ্জন বর্ণ দুই বর্ণের যুক্ত : ক্ক =ক্‌+ক। যেমন— পাক্কা, ছক্কা, চক্কর। 
-ক্ত = ক্+ত। যেমন- রক্ত, শক্ত, ভক্ত। 
-ক্ষ= ক্+ষ। (উচ্চারণ ক্ +খ-এর মতো) যেমন— শিক্ষা, বক্ষ, রক্ষা। 
-ক্স= ক্‌+স। বাক্স । ক= ঙ+ক। যেমন- অঙ্ক, কঙ্কাল, লঙ্কা। -থ= ঙ+খ। যেমন— শৃঙ্খলা, শঙ্খ ।
-ঙ্গ= ঙ+গ। যেমন- অঙ্গ, মঙ্গল, সঙ্গীত। 
-ঙ্ঘ = ঙ+ঘ। যেমন— সঙ্ঘ, লঙ্ঘন। 
-চ্চ= চ্ +চ। যেমন- উচ্চ, উচ্চারণ, উচ্চকিত। 
-চ্ছ= চ্+ছ। যেমন— উচ্ছল, উচ্ছৃঙ্খল, উচ্ছেদ । 
-জ্জ= জ্+জ। যেমন— উজ্জীবন, উজ্জীবিত । 
-জ্ঝ= জ্+ঝ। যেমন- কুঞ্ঝটিকা। 
-জ্ঞ= জ্ +ঞ। যেমন- উচ্চারণ ‘গ্য’— এর মতো) যেমন- জ্ঞান, সংজ্ঞা, বিজ্ঞান ৷  
-ঞ্চ = ঞ+চ । যেমন- অঞ্চল, সঞ্চয়, পঞ্চম। 
-ঞ্ছ= ঞ +ছ। যেমন-বাঞ্ছিত, বাঞ্ছনীয়, বাঞ্ছা । 
-ঞ্জ= ঞ্+জ। যেমন- গঞ্জ, রঞ্জন, 
-ঞ্ঝ= ঞ+ঝ। যেমন- ঝঞ্ঝা, 
-ঝঞ্ঝাট। ট্ট= ট্ +ট। যেমন- অট্টালিকা, চট্টোপাধ্যায়, চট্টগ্রাম ৷
 -ড= ড্‌ +ড। যেমন- গড্ডালিকা, উড্ডীন, উড্ডয়ন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions