'আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি' কার রচনা?
A আবু জাফর ওবায়দুল্লাহ
B শামসুর রাহমান
C জসীম উদ্দিন
D আসাদ বিন হাফিজ
Solution
Correct Answer: Option D
অনিবার্য বিপ্লবের ইশতেহার
কবি আসাদ বিন হাফিজ
আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য
প্রস্তুতি নেয়ার কথা বলছি
দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল
বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন
তেমনি একাগ্রতা নিয়ে
আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি।
..........................