Solution
Correct Answer: Option B
Dead Sea (মৃত সাগর)-কে সাগর মনে হলেও এটি মূলত একটি লবণাক্ত হ্রদ। পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি সাগর যে সাগরের পানিতে কেউ ডুবে না। এতে কোন মাছ উৎপাদন হয় না।
- এর দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার, প্রস্থ ১৮ কিলোমিটার এবং গভীরতা ১.২৪০ ফুট।
- Dead Sea'র পশ্চিমে ইসরাইল ও পূর্বে জর্ডান অবস্থিত।