দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক ২ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
সংখ্যাটির একক স্থানীয় অংক = ২
" দশক ,, ,, = 8
∴ সংখ্যাটি = ৪ × ১০ + ২
= ৪০ + ২
= ৪২
স্থান বিনিময়কৃত সংখ্যা = ২৪
এদের মধ্যে পার্থক্য = ৪২ - ২৪ = ১৮