Solution
Correct Answer: Option A
দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় ১৫ শতকে যে সাম্রাজ্য গড়ে ওঠে তা ইনকা সাম্রাজ্য নামে পরিচিত। আমেরিকার স্থানীয় অধিবাসীদের গড়া সবচেয়ে বড় সাম্রাজ্য হচ্ছে ইনকা। কোস্কো এলাকা কেন্দ্রিক গড়ে উঠলেও ইনকা সাম্রাজ্য পরবর্তীকালে সমগ্র পেরু, বলিভিয়া, দক্ষিণ ইকুয়েডর, উত্তর আর্জেন্টিনা ও উত্তর চিলির একটি বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়ে।